প্রচ্ছদ / প্রচ্ছদ / ইবিতে ‘জ্যোতির্মান’ স্মরণিকার মোড়ক উন্মোচন

ইবিতে ‘জ্যোতির্মান’ স্মরণিকার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদকঃ

মহান মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম এর আয়োজনে বৃক্ষরোপণ ও ‘জ্যোতির্মান’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার সকালে টিএসসির পাশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শাপলা ফোরামের প্রকাশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করে এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ‘জ্যোতির্মান’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

পরে শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী,উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, এছাড়াও বক্তব্য প্রদান করেন জ্যোতির্মান স্মরণিকার আহ্বায়ক অধ্যাপক সাইদুর রহমান।

বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারী বলেন, চার পাঁচ প্রজন্ম ধরে তিলে তিলে শাপলা ফোরাম একটি অবিচ্ছেদ্য এবং অবিভাজ্য এবং একই সাথে দুর্দান্ত প্রগতিশীল সংগঠনে পরিণত হয়েছে।

আমি মনে করি আমার তথা আমার প্রশাসনের বর্তমান বিশ্ববিদ্যালয়ের জন্য শাপলা ফোরাম একটি ধ্রূবতারা, শাপলা ফোরাম আমাদের দিকদর্শন।

বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনিন্দ্যসুন্দর মুরাল, শেখ হাসিনা হল, শেখ রাসেল হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থী ভর্তি করানো, নারীদের ভর্তি করা এসকল কর্মকাণ্ডে শাপলা ফোরামের একক অবদান রয়েছে। আমরা প্রগতির স্বার্থে পরস্পর মিলেমিশে কাজ করতে চাই। শাপলার শক্তি হচ্ছে অবিভাজ্যতা, একতাবদ্ধতা।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …