নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মসূচির অংশ হিসেবে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্ত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্রশাসন ভবনের সামনে সাধারণ আলোচনা সভায় সমবেত হয়। এসময় বক্তব্য প্রদান করেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সভাপতি ড. শাহরিফুল ইসলাম ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৭ নভেম্বর ২০১৭ তারিখে বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়। ২৬ নভেম্বর ২০১৮ তারিখে আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবছর ১২ ডিসেম্বর জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবসটি পালন করে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Aviator Game
Pingback: thc flowers uk
Pingback: สล็อตเกาหลี
Pingback: slot99
Pingback: Aster Trading