এম.এইচ. কবির (সিএন নিউজ ইবি প্রতিনিধি)
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য র্যালি, ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উদযাপন পরিষদ, ইবি এর আয়োজনে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ধর্মালোচনায় সমবেত হয়।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়ের সভাপতিত্বে ও সুদিপ্ত কুমার মন্ডল এবং অন্তিকা সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহানামা সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী।
পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, রেজিস্ট্রার (ভার.) এস.এম আব্দুল লতিফসহ হিন্দুধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট প্রতিমা স্থাপন, পূজা অর্চনা ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: เน็ต ais
Pingback: ทางเข้าพนัน 11HILO ศูนย์รวมเดิมพันออนไลน์
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: play