ইবি প্রতিনিধি:-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন ভবনের পাঁচ তলা থেকে পড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে ব্যবসায় প্রশাসন ভবন থেকে পড়ে এ ঘটনা ঘটে।
ইবি থানার ওসি সূত্রে জানা যায়, ওই নিহত শ্রমিকের নাম মনিরুল ইসলাম। তার বাড়ি ক্যাম্পাস পার্শ্ববর্তী হরিণারায়পুরে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, একজন শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনাটি সত্য। লাশ ইবি থানায় হেফাজতে আছে।
ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল বলেন, বিশ্ববিদ্যালয়ে মেগা প্রকল্পের অধীন বিভিন্ন ভবনের সম্প্রসারণ কাজ চলছে। এর অধীন ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ছয় তলার ঢালাই কাজ শেষ হয়েছে। যশোরের সনেট ইন্টারন্যাশনাল এ কাজের কন্টাক্টর ও সাব কন্টাকটর ছিলেন মোহাম্মদ আজিজ। উপরে মালপত্র উঠানোর জায়গা তথা লিফটের পাঁচ তলায় সম্ভবত পাইপ সরাতে গিয়ে অন্যমনস্ক হয়ে যাওয়াতে এমন দুর্ঘটনা ঘটেছে যা খুবই দুঃখজনক।
সরেজমিনে দেখা যায়, কোনো প্রকার নিরাপত্তা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছিল শ্রমিকরা। উঁচু ভবনে কাজের সময় শ্রমিকদের হেলমেট-বেল্ট ব্যবহার করতে দেখা যায়নি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: Prayer Book
Pingback: try these out
Pingback: หนังสั้นจีน
Pingback: หาแม่บ้าน
Pingback: Go X Florida
Pingback: 2021 hit slot
Pingback: riviera deluxe wall fireplace