নিজস্ব প্রতিবেদকঃ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুম্ম ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে প্রথমবারের মতো উদযাপন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় সাদ্দাম হোসেন হলের মাঠে ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন, জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সহ সভাপতি এডিসন চাকমা, সাংগঠনিক সম্পাদক রাঙামন চাকমা এবং কার্য নির্বাহী সদস্যবৃন্দ ও অন্যান্য সাধারণ সদস্য বৃন্দ। এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা উৎফুল্ল ভাবে অংশগ্রহণ করে।
সহ-সভাপতি এডিসন চাকমা বলেন, “এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এবছর প্রথম বারের মতো আমরা শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস প্রজ্জ্বলন করেছি।”
তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক সমার দেওয়ান বলেছেন, “প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য গুরুত্ববহ একটা দিন। এই দিনে বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাসের পরিসমাপ্তি হয় এবং পরের দিন থেকে এক মাস ব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছর আমরা ছোট পরিসরে পূর্ণিমাটি উদযাপন করেছি।”
এ সময় জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সদস্যগণ প্রশাসনের কাছে টিএসসিসিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য উপাসনালয় এর একটি কক্ষ বরাদ্ধ পাওয়ার আশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় এর টিএসসিসিতে সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা কক্ষ বরাদ্ধ থাকলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নিজস্ব কোনো উপাসানালয়ের জন্য কক্ষ বরাদ্ধ নেই।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: my latest blog post
Pingback: how to play slots on winomania uk
Pingback: UoBilad Alrafidain
Pingback: Tax Negotiation phuket