নিজস্ব প্রতিবেদকঃঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধুর বিজ্ঞান দর্শন’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এ আলোচনা ও ১৬ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী। প্রধান আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।
সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা কামাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. নজীবুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, “আমার মনে হয় বঙ্গবন্ধু বিজ্ঞানী ছিলেন না, বঙ্গবন্ধু বিজ্ঞানমনস্ক ছিলেন। বিজ্ঞানী হওয়ার চাইতে বিজ্ঞানমনস্ক হওয়া অনেক অনেক বেশি জরুরী। আমরা দেখেছি সারা জীবন ল্যাবে বদ্ধ প্রকোষ্ঠে গবেষণা করে অনেক খ্যাতি লাভ করেছেন, কিন্তু তারা হয়ত বিজ্ঞানমনস্ক নয়। আমরা দেখেছি বড় বড় প্রযুক্তিবিদ এবং বিজ্ঞানী এবং অসংখ্য গ্রাজুয়েট উৎপন্ন হচ্ছে, কিন্তু কুসংস্কারচ্ছন্ন তাদের আচরণ দেখলে মনে হয়না যে তাদের সাথে বিজ্ঞানের অন্যতম সম্পর্ক রয়েছে। সুতরাং আমি মনে করি যে বিজ্ঞানী হওয়া আবশ্যক সমাজ এবং রাষ্ট্রের প্রয়োজনে কিন্তু বিজ্ঞানমনস্ক হওয়া আরো জরুরি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞানমনস্ক ছিলেন।”
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: brians club
Pingback: ขายพาเลทพลาสติก
Pingback: จัดหาแม่บ้าน
Pingback: เว็บตรง สล็อต
Pingback: สินค้ากิฟฟารีนทั้งหมด
Pingback: เทปใส
Pingback: Uuodiyala