নিজস্ব প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘লণ্ঠন’ এর তৃতীয় কর্মপর্ষদ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার লণ্ঠনের উপদেষ্টা মন্ডলী,সিনিয়র সদস্য এবং গত কমিটির সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে আব্দুর রউফ কে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৬ সদস্য বিশিষ্ট এক নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি পদে আছেন, আরিফুজ্জামান, সহ-সাধারন সম্পাদক ইবনুর রহমান তুহিন,সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ বাহাদুর,অর্থ সম্পাদক মোস্তফা কামাল,এইচ আর ডি সম্পাদক আঃ আহাদ,প্রচার সম্পাদক ইমানুল হোসেন,শিক্ষা ও গবেষণায় মোরশেদুল ইসলাম,দপ্তর সম্পাদক ওয়াসিম,সমাজ কল্যাণ সম্পাদক আলিফনুর রহমান এবং সাংস্কৃতি সম্পাদক হিসেবে আছেন মোশফেকা জাহান।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জান্নাতুল ফেরদৌস আঁখি,মোদাসের আলী শিহাব,সাদিয়া ছন্দা ও তাজমুল হক জায়িম।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
