নিজস্ব প্রতিবেদকঃঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আয়োজনে লোক প্রশাসন দিবস উদযাপন করা হয়েছে। লোক প্রশাসন বিভাগের আয়োজনে মঙ্গলবার (৩রা মার্চ) মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে এ উপলক্ষ্যে র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানমিলনায়তনে আলোচনায় সমবেত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপ-উপচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। সম্মানিত অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু ও লোকপ্রশাসন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন।অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান ও শাম্মি আক্তার অন্তরা।
এসময় লোকপ্রশাসন বিভাগের সাবেক কৃতি ছাত্র বর্তমানে বিভাগের ৩জন শিক্ষককে ক্রেস্ট প্রদান করা হয়। ৪র্থ বর্ষ ও এমএসএস চূড়ান্ত পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান অর্জনকারীকে চেয়ারম্যান এওয়ার্ড দেওয়া হয় এবং বিভাগের শিক্ষার্থী তন্ময় সেন,হিমু ও তার দলের তত্ত্বাবধানে লোকপ্রশাসন বিভাগের ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।
পরে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: psu for gaming hyderabad
Pingback: เว็บดูหนังออนไลน์ฟรี 24 ชั่วโมง
Pingback: mostbet promo code free spin
Pingback: dhobby.kz