প্রচ্ছদ / প্রচ্ছদ / ইবিতে ‘শাপলা ফোরাম’র সভাপতি ড. রেজওয়ানুল, সম্পাদক ড. মাহবুব

ইবিতে ‘শাপলা ফোরাম’র সভাপতি ড. রেজওয়ানুল, সম্পাদক ড. মাহবুব

নিজস্ব প্রতিবেদকঃ-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’ এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৯ এর সভাপতি নির্বাচিত হয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান।

রবিবার (৭ জুলাই) নির্বাচন এর আহবায়ক অধ্যাপক ড. আব্দুল মুঈদ ও সদস্য তপন কুমার জোদ্দার, সাজ্জাদুর রহমান টিটু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

পনের সদস্য বিশিষ্ট কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন ড. পরেশ চন্দ্র বর্ম্মন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. মেহের আলী। কোষাধ্যক্ষ ড. এস এম মোস্তফা কামাল।

সদস্য পদে রয়েছেন, ড. মোঃ কামাল উদ্দীন, ড. মো: জাকারিয়া রহমান, ড. মোঃ মাহবুবুর রহমান, ড. কাজী আখতার হোসেন, ড. মোঃ আলমগীর হোসেন, ড. মোঃ জাহাঙ্গীর হোসেন,
ড. মোঃ আনোয়ার হোসেন, ড. রেবা মন্ডল, অধ্যাপক ইব্রাহীম আব্দুল্লাহ ও ড. প্রদীপ কুমার অধিকারী।

জানা যায়, ২৯ শে জুন বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ড. প্রদীপ কুমার অধিকারী পেয়েছিলেন ১৪৮ ভোট, ড. রেবা মন্ডল ১২০ ভোট, ড. মেহের আলী ১১৯ ভোট, ড. মোঃ আলমগীর হোসেন ভূইয়া ১১৯ ভোট, ড.পরেশ চন্দ্র বর্ম্মন ১১৮ ভোট, ড. মাহবুবর রহমান ১১৭ ভোট, ড. মো: জাকারিয়া রহমান ১১৬ ভোট, এস এম মোস্তফা কামাল ১১৪ ভোট, ড. মোঃ আনোয়ার হোসেন ১১২ ভোট, ড. কাজী আখতার হোসেন ১১১ ভোট, ড. মাহবুবুর রহমান ১১০ ভোট, ড. মোঃ কামাল উদ্দিন ১০৯ ভোট, ড. মোহাাঃ জাহাঙ্গীর হোসেন ১০৮ভোট, ড.রেজওয়ানুল ইসলাম ও ইব্রাহীম আব্দুল্লাহ পেয়েছিলেন ১০৬ ভোট।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৭ মন্তব্য

  1. Pingback: Christian Devotional

  2. Pingback: tap here

  3. Pingback: pg168

  4. Pingback: Buy Villa Phuket

  5. Pingback: เช็คสลิปโอนเงิน

  6. Pingback: coconut water

  7. Pingback: 電子煙