ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ রাসেল হলের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার (১৮ অক্টোবর) হল প্রাঙ্গণে শেখ রাসেল এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। পরে শেখ রাসেলের বিদ্রেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব আ স ম শোয়াইব আহমেদ।
এছাড়াও জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন উপাচার্য অধ্যাপক ড. শেখ মোঃ আবদুস সালাম। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার(ভারঃ) এস. এম আব্দুল লতিফ, শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ ড. মোঃ রবিউল হোসেন, প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সভাপতি ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, সাধারন সম্পাদক ড. মোঃ মাহবুবর রহমানসহ কর্মকর্তা,কর্মচারী ও ছাত্রলীগের কর্মীবৃন্দ।
এছাড়া শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল হলের উদ্যোগে আজ রাত ৯টায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
২ মন্তব্য
Pingback: New Labubu releases
Pingback: PG Soft หรือที่เราเรียกกันว่า PG ค่ายเกมสล็อตชั้นนำของโลก