নিজস্ব প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহকারী প্রক্টর পদে রদবদল হয়েছে। তিনজনকে অব্যাহতি দিয়ে নতুন তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
জানা যায়, সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাশিদুজ্জামান ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তারকে অব্যাহতি দিয়ে তদস্থলে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এম এম নাসিমুজ্জামান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মোঃ হাফিজুল ইসলাম ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আরিফুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।
আগামী এক বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী তাঁদের নিয়োগ দিয়েছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: โคมไฟ
Pingback: แทงหวย24
Pingback: BETFLIX
Pingback: Sweet Bonanza slot
Pingback: แทงหวยออนไลน์
Pingback: 스타놀이터