নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ফেল করেছে ৮৯ শতাংশ ভর্তিচ্ছু। পাশের হার ১১ শতাংশ।
শনিবার (১৬ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে এ ফলাফল হস্তান্তর করেন ‘সি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান।
ইউনিট সমন্বয়ক সূত্রে জানা যায়, ৪ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৭৭২৬ জন। পাশ করছে ৮৩৬ জন। আবেদন করেছিল ৮৯৩০ ভর্তিচ্ছু।
ফলাফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, অধ্যাপক ড. আব্দুস শাহেদ মিয়া, অধ্যাপক আলী নূর রহমান ও অধ্যাপক ড. রুহুল আমিন।
যারা পাশ করছে তাদের এসএমএস এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা টেকনিক্যাল উপকমিটির সদস্য অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন। এছাড়াও ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (admission.iu.ac.bd) তে পাওয়া যাবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: about us
Pingback: จอสัมผัสอัจฉริยะ
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: faw99 ทางเข้า ศูนย์รวมคาสิโนออนไลน์
Pingback: 123bet เข้าสู่ระบบ
Pingback: pgbetflik