প্রচ্ছদ / জাতীয় / ইবির অধীন ফাযিল পরীক্ষার ফল প্রকাশ

ইবির অধীন ফাযিল পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক (সম্মান) ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৭, ৩য় বর্ষ পরীক্ষা-২০১৬ ও ২০১৭, ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৬ এবং ৪র্থ বর্ষ মান উন্নয়ন পরীক্ষা-২০১৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৭ এ অংশগ্রহণকারী ৭৮ পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন, ৩য় বর্ষ পরীক্ষা-২০১৬ ও ২০১৭ এ অংশগ্রহণকারী যথাক্রমে ৬৪৫ পরীক্ষার্থীর মধ্যে ৬৩৯ জন এবং ৭৬১ পরীক্ষার্থীর মধ্যে ৭৫৪ জন, ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৬ এ অংশগ্রহণকারী ৯১২ পরীক্ষার্থীর মধ্যে ৮৯৯ জন এবং ৪র্থ বর্ষ মান উন্নয়ন পরীক্ষা-২০১৫ এ অংশগ্রহণকারী ৪৭ পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন উত্তীর্ণ হয়েছেন।

বুধবার উপ-উপাচার্য অফিসে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এর নিকট এ ফলাফল হস্তান্তর করেন। এসময় ড. মোঃ শাহিনুর রহমান কম্পিউটারের বাটন চেপে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রদর্শন কার্যক্রমের উদ্বোধন করেন।

ফলাফল হস্তান্তরের সময়ে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মনসহ পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তাগণ।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য