প্রচ্ছদ / ক্যাম্পাস / ইবির আরবী বিভাগের সভাপতির পদত্যাগ

ইবির আরবী বিভাগের সভাপতির পদত্যাগ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনাওয়ার আলী পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বরাবর সভাপতি পদ থেকে অব্যহতি চেয়ে তিনি এ পদত্যাগ জমা দেন।

আবেদন সূত্রে জানা যায়, ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, পদত্যাগপত্র পেয়েছি। ফাইল করে উপাচার্য মহোদয়ের কাছে পাঠানো হয়েছে। আগামীকাল চিঠি পাঠানো হবে।

এ বিষয়ে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোস্তাক আলী বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে আমি বিভাগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। এছাড়াও নিজেকে একটু স্বাধীন করে একাডেমিক শিক্ষা ও গবেষণায় আরো একটু বেশি সময় দেওয়ার প্রয়োজনবোধ করাই এ পদত্যাগ। দায়িত্ব পরিবর্তন হতেই পারে সুতরাং এখানে অন্য কোনো কারণ নেই।

এছাড়াও চেক করুন

শতকরা ৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে …