ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসাবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ বিষয়টি নিশ্চিত করেন।
রেজিস্ট্রার সূত্রে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম আগামী এক বছরের জন্য অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়মানুযায়ী তিনি এ পদের সব সুযোগ সুবিধা পাবেন।
প্রসঙ্গত, সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন এর মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছে অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে