প্রচ্ছদ / শিক্ষাঙ্গন / ইবির নয়া ছাত্র উপদেষ্টা ড. সাইদুর রহমান

ইবির নয়া ছাত্র উপদেষ্টা ড. সাইদুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমান।

সোমবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী তাঁকে উক্ত পদে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

রেজিস্ট্রার সূত্রে জানা যায়, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন এর মেয়াদ গত ১৮ ডিসেম্বর শেষ হওয়ায় ২৩ ডিসেম্বর হতে আগামী এক বছরের জন্য ড. মোহা. সাইদুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া সদ্য বিদায়ী ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এছাড়াও চেক করুন

যুব রেডক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা

মোশারফ হোসেন রায়হানঃ সেচ্ছাসেবী সংগঠন যুব রেডক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন …

২ মন্তব্য

  1. Pingback: mehr lesen

  2. Pingback: fear of god essentials