প্রচ্ছদ / প্রচ্ছদ / ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি

ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদকঃঃ

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শাখা ছাত্রলীগের কর্মীরা। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির হস্তক্ষেপ কামনা করছে ছাত্রলীগের পদবঞ্চিত ও বিদ্রোহী দলের নেতারা।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় দলীয় টেন্ট হতে বিক্ষোভ মিছিল বের হয়ে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে তারা। ‘৪০ লাখের কমিটি মানিনা মানবোনা, পলাশ-রাকিব কাল সাপ ছাত্রলীগের অভিশাপ, অবৈধ কমিটি মানিনা মানবোনা’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করে তারা। এসময় উপস্থিত ছিলেন, জোবায়ের, আল আমিন জোয়াদ্দার, শাহজালাল ইসলাম সোহাগসহ অন্যান্য কর্মীরা।

ছাত্রলীগ পদবঞ্চিত নেতাদের দাবী, ৪০ লাখ টাকার বিনিময়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি আনা হয়েছে। এসম্পর্কিত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এর অডিও ফাঁস হয়েছে।

এছাড়া গত ২১ জানুয়ারি প্রধান ফটকে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাধারণ সম্পাদক, সহকারী প্রক্টরসহ আহত হয়েছিল ২০ জন। এ ঘটনাকে ছাত্রলীগের পদবঞ্চিত, বিদ্রোহী দলের নেতারা বহিরাগত সন্ত্রাসী হামলা দাবি করে সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিরের শাস্তির দাবী জানিয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য