নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কর্মকাণ্ডে ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে ক্যাম্পাস থেকে হটানোর জন্য ৩ দফায় তাড়া করেছে ছাত্রলীগের বিদ্রোহী দলের নেতারা। এসব ঘটনায় ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে পড়ছে ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
সম্পাদকের পাশাপাশি সভাপতি রবিউল ইসলাম পলাশকে গতকাল (১২ অক্টোবর) দুপুরে ছাত্রলীগের দলীয় টেন্টে তুই তুকারি বলে গালি দিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলে বিদ্রোহী দলের বিপুল, সোহাগ, মোশাররফ। পরে সভাপতি কারো সাথে কথা না বলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে বেরিয়ে চলে যান।
জানা যায়, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ৪০ লাখ টাকার বিনিময়ে কমিটিতে পদ পাওয়ার ও ড্রাইভার নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস হওয়ার ঘটনায় সভাপতি-সম্পাদককে ১৫ সেপ্টেম্বর অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের বিদ্রোহীদলের নেতারা।
রাকিবকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবীতে ১৭ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের বিদ্রোহীদলের নেতারা।
২০ সেপ্টেম্বর রাকিবুল ইসলাম রাকিবকে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ক্যাম্পাস থেকে বিতারিত করছে বিদ্রোহীদলের নেতারা। এঘটনায় বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার আশঙ্কায় ২১ সেপ্টেম্বর ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনকে মিছিল ও সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল।
জানা যায়, ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টা পাল্টি কর্মসূচির কারণে মারামারির আশঙ্কার এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল । শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি প্রদানকারী বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার ও সর্বোচ্চ সাজার দাবিতে ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় বিক্ষোভ মিছিল এর কর্মসূচি গ্রহণ করেছিল শাখা ছাত্রলীগ। এর পাশাপাশি ১১ টায় একই উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল ছাত্রলীগের বিদ্রোহী ও পদবঞ্চিত দলের নেতারা।
সাধারণ শিক্ষার্থীদের ভাষ্য মতে, প্রতিনিয়ত ছাত্রলীগের বিদ্রোহীদলের নেতাদের কর্মকাণ্ডে অস্থিতিশীলতার পথে চলতে ইসলামী বিশ্ববিদ্যালয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
