নিজস্ব প্রতিবেদকঃঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্য সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেনকে আহবায়ক করে আইন বিভাগের সহযোগী অধ্যাপক
ড. মাহবুব বিন শাহজাহান ও সহকারী প্রক্টর আরিফুল ইসলামকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে
গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্য সংঘর্ষের যে ঘটনা ঘটেছে, তার কারণ উদঘাটন ও দোষীদের চিহ্নিতকরে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য,গত শনিবার রাতে জুনিয়র কর্তৃক সিনিয়রকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্য দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাতের অনুসারী পাঁচজন কর্মী আহত হয়। এদের মধ্যে হিমেল চাকমার অবস্থা গুরুতর ছিল।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Labubu series
Pingback: sweet bonanza
Pingback: Thai food nyc
Pingback: ยูฟ่าเบท เว็บตรง เว็บหลัก พนันออนไลน์ครบวงจร อันดับ 1
Pingback: จำนำรถ