প্রচ্ছদ / ক্যাম্পাস / ইবি ছাত্রলীগ সম্পাদককে হত্যার হুমকি

ইবি ছাত্রলীগ সম্পাদককে হত্যার হুমকি


নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে মোবাইলে হত্যার ও গুম করার হুমকি দিয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

মোবাইল ফোনে অজ্ঞাত ব্যাক্তি হত্যা ও গুম হওয়ার হুমকি এবং সেই সাথে ক্যাম্পাসে প্রবেশ নিষেধের হুমকি প্রদান করা হয়েছে।

জানা যায়, শুক্রবার বিকাল ৫.২১ ঘটিকার সময় রাকিবুল ইসলাম রাকিবের নিজ মোবাইল নম্বরে অজ্ঞাত এক ব্যাক্তি ফোন করে হত্যা ও গুম করার হুমকি প্রদান করে এবং সেই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করে।

অডিও ক্লিপটি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো-

রাকিব: হ্যাঁলো…আসসালামুআলাইকুম।
অজ্ঞাত ব্যক্তি: ওয়ালাইকুমুস সালাম…তুই কি রাকিব বলছিস?

রাকিব: হ্যাঁ, রাকিব।

অজ্ঞাত ব্যক্তি: তোরে যেন ক্যাম্পাসের আশেপাশেও না দেখি।

রাকিব: কে ভাই আপনি?

অজ্ঞাত ব্যক্তি: আমার খবর তোর জানা লাগবে না। তোর ব্যাপারে আমি সবকিছু জানি। তোরে যদি ক্যাম্পাসের আশেপাশে দেখিনা…তোর ঘাড়ে মাথা থাকবে না।

রাকিব: আপনি কে….?

অজ্ঞাত ব্যক্তি: আমার খবর তোর জানা লাগবে না। তোর ব্যাপারে আমি সব খবরই জানি। ঘরের ছেলে ঘরে থাক। নেক্সটে কিন্তু তোর লাশও পাওয়া যাবে না, গুম করে দেব।

রাকিব: কে ভাই, কে..?

অজ্ঞাত ব্যক্তি: কে বলছি না, আমার খবর তোর জানা লাগবে না।

রাকিব: হ্যাঁলো….

এছাড়াও চেক করুন

অনলাইনে সদস্য নিচ্ছে কুভিকসাস

সাফায়েত উল্লাহ মিয়াজী: নতুন সদস্য সংগ্রহ করছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। শনিবার এ …

৪ মন্তব্য