নিজস্ব প্রতিবেদকঃঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবা সংস্থা চিকিৎসা কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের মাঝে এপ্রোন, মাক্স ও হ্যান্ড গ্লাপ্স(পিপিই) বিতরণ করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ অাসকারী’র উপস্থিতে এসব বিতরণ করা হয় ।
এ সময় অারো উপস্থিত ছিলেন , প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার(ভারঃ) এস এম আব্দুল লতিফ, উপ-রেজিস্ট্রার মোঃ আলমগীর হোসেন ও করোনা প্রতিরোধ সেলের আহবায়ক প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও করোনা প্রতিরোধ সেলের অাহব্বায়ক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, জনসমাগম এড়িয়ে অনাড়ম্বরপূর্ণভাবে মেডিক্যাল ও নিরাপত্তাকর্মীর প্রধানের কাছে তা হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের করোনা প্রতিরোধ সেল।
তিনি জানান, আজ পিপিই ১০টা মেডিকেল সেন্টারে চিকিৎসক, এম্বুলেন্স ড্রাইভার ৫০ সেট সুরক্ষা এপ্রোন, হ্যান্ড গ্লাভস ও মাস্ক ক্যাম্পাসের নিরাপত্তারক্ষী এবং করোনা প্রতিরোধ সেলকে প্রদান করা হয়।
মাঠ পর্যায়ে কাজ করতে সবার সুরক্ষার বিষয়টি বিবেচনা করে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিতরণ উদ্যোগ গ্রহণ করেছেন।
উলেখ্য যে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আর্থিক সহায়তায় এর আগে বিশ্ববিদ্যালয়ের করোনা প্রতিরোধ সেল ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে প্রায় একুশ শত পিচ হ্যান্ড স্যানিটইজার তৈরী করে বিশ্ববিদ্যালয় পরিবার ও বিশ্ববিদ্যালয়ের আশ পাশের মানুষের মাঝে বিতরন করা হয় এবং প্রতিদিন ক্যাম্পাস ও ক্যাম্পাসের পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে করে করোনা প্রতিরোধ সেল।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
২ মন্তব্য
Pingback: Ozempic vs Wegovy
Pingback: pg168