সিএন নিউজ২৪ ইবি প্রতিনিধিঃ-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বর্তমান প্রশাসনের সাফল্য ও অগ্রযাত্রার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বুধবার (২১ আগস্ট) সকালে প্রশাসন ভবনের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীরা বর্তমান প্রশাসনকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী,উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় বিভিন্ন অফিসের কর্মকর্তারা বর্তমান প্রশাসন উন্নয়নমূলক কাজের প্রশংসা করে বক্তব্য প্রদান করেন।
উপাচার্য বলেন, সাফল্য কতটুকু হয়েছে তা আমি বলবো না, এটা বিচারের দায়িত্ব আমি আপনাদের দিলাম। তবে যে সকল ব্যার্থতা রয়েছে, তার দায় আমি নিজে নিলাম ও যে সকল সুফল এসেছে তার কর্তৃত্ব আপনাদের দিলাম।
তিনি আরও বলেন, আমরা কথায় নয় কাজে দেখাতে চাই। এসময় তিনি বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত উন্নয়নের যে মহাযজ্ঞ তা বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২১ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আশকারীকে উপাচার্য এবং আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সেলিম তোহাকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
২ মন্তব্য
Pingback: แว่นตากันแดดผู้หญิง
Pingback: bj배팅