প্রচ্ছদ / ক্যাম্পাস / ইবি রিপোর্টার্স ইউনিটি’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবি রিপোর্টার্স ইউনিটি’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


নিজস্ব প্রতিবেদকঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) কেক কাটা, আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

ইউনিটির অফিস থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সমবেত হয়। পরে কেক কাটা হয় ও ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ শামীম এর সভাপতিত্বে ‘মুক্তিযুদ্ধে সাংবাদিকদের ভূমিকা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ফারহানা নওশীন তিতলী ও মারিয়া জামান এশার সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

সম্মানিত অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক এর বিশেষ প্রতিনিধি বিমল সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন,শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ড. নাসিম বানুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও ইবিসাস এর নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ২০১৮ সালের ১৮ নভেম্বর মৃত্যুঞ্জয়ী মুজিব এ শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যদিয়ে আত্মপ্রকাশ করেছিল।

এছাড়াও চেক করুন

অনলাইনে সদস্য নিচ্ছে কুভিকসাস

সাফায়েত উল্লাহ মিয়াজী: নতুন সদস্য সংগ্রহ করছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। শনিবার এ …