প্রচ্ছদ / প্রচ্ছদ / ইবি শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ইবি শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিএন নিউজ ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১২-১৩ (স্নাতক) শিক্ষাবর্ষের ছাত্রী উলফাৎ আরা তিন্নির রহস্যজনক মৃত্যুতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন করা হয়। এসময় মুখে কালো কাপড় বেঁধে হত্যাকান্ডের প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পুলিশ প্রশাসনের কাছে গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানানো হয়। এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য যথাযথ পদক্ষেপর নেওয়ার দাবি তুলা হয়।

উল্লেখ্য, তিন্নি শৈলকূপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের যুগিপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর মেয়ে। গত বৃহস্পতিবার মধ্যরাতে সাবেক ভগ্নীপতির হাতে নির্যাতিত হয়ে শেখপাড়া নিজ বাড়িতে ফ্যানে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকা অবস্থায় তার
লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শৈলকুপা থানা পুলিশ চারজনকে আটক করেছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

২ মন্তব্য