প্রচ্ছদ / শিক্ষাঙ্গন / ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব-১৪২৬ উদযাপিত হয়েছে। বাংলা বিভাগের আয়োজনে শনিবার (১৫ ফেব্রুয়ারী) রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। এসময় শিক্ষার্থীরা বাসন্তী শাড়ী ও মাথায় ফুলের মুকুট পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চে আলোচনা সভায় সমবেত হয়।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বাকী বিল্লাহ বিকুলের উপস্থাপনায় এবং বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. রবিউল হোসাইন। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, বিশ্বের সবচেয়ে বেশি জীববৈচিত্র,ঋতুবৈচিত্রের দেশ বাংলাদেশ। এই ঋতুবৈচিত্র আমাদেরকে লেখক, কবি ও সঙ্গীত শিল্পী বানিয়েছে।আমাদের এই বৈচিত্র হারাতে দেয়া যাবেনা। আমাদের বিশ্ববিদ্যালয়ে হাজার বনায়ন গড়ে উঠছে। আমরা সবুজ ক্যাম্পাস গড়ে তুলবো।বসন্ত রং সবাইকে রাঙিয়ে তুলুক।

এছাড়াও চেক করুন

যুব রেডক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা

মোশারফ হোসেন রায়হানঃ সেচ্ছাসেবী সংগঠন যুব রেডক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন …