নিজস্ব প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেকশন অফিসার ওয়ালিউর রহমান সেতু (৪২) ২০পিস ইয়াবাসহ কুষ্টিয়া মডেল থানা পুলিশের হাতে আটক হয়েছে।
সোমাবার (৪ মার্চ) সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া আলামপুর বালিয়াপাড়া এলাকায় মডেল থানার এসআই তারেক এর নেতৃত্বে অভিযান চালানো হয়। সে অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে জানান
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন।
এসময় সেকশন অফিসার ওলিউর রহমান সেতুর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওয়ালিউর রহমান সেতুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং-৭ তারিখ ০৪/০৩/২০১৯ইং।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন আরো জানান, ওয়ালিউর রহমান সেতুর বিরুদ্ধে মডেল থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এসএম আব্দুল লতিফ বলেন, ওয়ালিউর রহমান সেতু বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার। সে যদি মাদকসহ আটক হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৩ মন্তব্য
Pingback: markets4you
Pingback: ขายพาเลทพลาสติก
Pingback: ดูบอลสด รับชมกีฬาฟุตบอล