মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের আল-আমিন নামে এক কর্মচারীকে ১৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আটককৃত আসামী সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি, জবি-এর প্রচার সম্পাদক বলে জানা গেছে। এছাড়া আরও জানা যায়, গতকাল (৮ মার্চ) বিকাল ৪ টা ১০মিনিটে সদরঘাটের ওয়াইজঘাট মোড় থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক পবিত্র সরকার ও খালিদ শেখ। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা, উপ-পরিদর্শক খালিদ শেখ জানান, এ ব্যাপারে কোতয়ালী থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, তার বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন এবং আমার কাছে কোন অভিযোগ আসলে ব্যবস্থা নিব।
আটক হওয়া আসামী আল-আমিন এর ব্যাপারে জানার জন্য সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি, জবি এর সভাপতি আব্দুর রহমানের সাথে কয়েকবার যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায় নি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
