প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / ইয়ুথ ফোরাম ও দঃজোড়পুকুরিয়া গ্রামবাসী উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ইয়ুথ ফোরাম ও দঃজোড়পুকুরিয়া গ্রামবাসী উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

সাব্বির আহমেদ সোহাগ:-

জিবন হোক অন্যের তরে, জয় হোক মানবতার।
এই শ্লোগানকে সামনে রেখে নাঙ্গলকোট পৌরসভা দক্ষিণ জোড়পুকুরিয়া গ্রামে ইয়ুথ ফোরাম ও গ্রামবাসীর উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে সহযোগিতা করেন ইয়ুথ ফোরামের সভাপতি জনাব ফিরোজ আহমেদ(বাবু),
সহ-সভাপতি আহমাদ হাসান আরিফ, সংগঠণের সকল সদস্য এবং গ্রামবাসী।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌর মেয়র জনাব আবদুল মালেক,বিশেষ অতিথি ছিলেন ৭নংওয়াড কাউন্সিলর আলাউদ্দিন।
আরো উপস্থিত ছিলেন অত্র গ্রামের সমাজ সেবক আবুল কালাম আজাদ,হাজী ইব্রাহিম,আবদুল মোমিন,নুর গোলসা,সেলিম,আকবর,সোহাগ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন শাহজাহান আজাদ,সাজ্জাদ হোসেন,হুমায়ুন,রাশেদ,জুবায়েরমাসুদ সহ ইয়ুথ ফোরামের সকল সদস্যবৃন্দ।
বক্তারা ইয়ুথ ফোরাম ও গ্রামবাসীর এমন উদ্যোগের প্রসংশা ও সফলতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন,,, দঃজোড়পুকুরিয়া গ্রাম হবে পৌরসভার মডেল গ্রাম।এই গ্রামে হবে দৃষ্টিনন্দন সৌন্দর্য পার্ক ও দর্শণীয় স্থান।
মেয়র সাহেব ইয়ুথ ফোরামের সকল কাজে পাশে থাকবেন ও গ্রামের মক্তব সহ অন্যান্য উন্নয়ণমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন।

পরিশেষে করোনা মহামারির এই ক্লান্তি লগ্নে সরকারি বিধি মেনে চলার নির্দেশ দেন,এবং ঘরে থাকার আহ্বান জানান।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …