সাজেদূর আবেদিন শান্তঃ
মুক্তি পেতে যাচ্ছে সাবরিনা সাবা’র নতুন গান ‘নয়নে নয়ন’। সিডি চয়েস মিউজিক এর ইউটিউব চ্যানেল থেকে গানটি ২৭ মে অবমুক্ত করা হবে।
এমদাদ সুমন কথায় গানটির সুর ও সংগীত অরন্য অংকন। গানটিতে জুটি বেঁধেছেন মডেল আনান খান ও দোলন। ভিডিওটি নির্মাণ করেছেন সিডি চয়েস মিউজিক টিম।
গানটি নিয়ে সাবরিনা সাবা বলেন, সুন্দর কথামালা আর মন ছুঁয়ে যাওয়ার মতো সুরে গানটি আমার নিজেরই খুব ভালো লেগেছে। কিছু গান মন থেকে করতে ইচ্ছে জাগে তার মধ্যে ‘নয়নে নয়ন’ গানটিও একটি। আশা করি আমার শ্রোতাদের গানটি ভালো লাগবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: Discover more
Pingback: url
Pingback: this content
Pingback: Book of Ra casinos
Pingback: ufaprobet เว็บพนันแทงบอล ออนไลน์ เว็บตรง
Pingback: скачать Номад Казино
Pingback: เน็ตบ้าน ais