প্রচ্ছদ / প্রচ্ছদ / ঈদ উপলক্ষে সাবার “নয়নে নয়ন” গানটি অবমুক্ত হবে ২৭ মে

ঈদ উপলক্ষে সাবার “নয়নে নয়ন” গানটি অবমুক্ত হবে ২৭ মে

সাজেদূর আবেদিন শান্তঃ

 

মুক্তি পেতে যাচ্ছে সাবরিনা সাবা’র নতুন গান ‘নয়নে নয়ন’। সিডি চয়েস মিউজিক এর ইউটিউব চ্যানেল থেকে গানটি ২৭ মে অবমুক্ত করা হবে।

এমদাদ সুমন কথায় গানটির সুর ও সংগীত অরন্য অংকন। গানটিতে জুটি বেঁধেছেন মডেল আনান খান ও দোলন। ভিডিওটি নির্মাণ করেছেন সিডি চয়েস মিউজিক টিম।

গানটি নিয়ে সাবরিনা সাবা বলেন, সুন্দর কথামালা আর মন ছুঁয়ে যাওয়ার মতো সুরে গানটি আমার নিজেরই খুব ভালো লেগেছে। কিছু গান মন থেকে করতে ইচ্ছে জাগে তার মধ্যে ‌‘নয়নে নয়ন’ গানটিও একটি। আশা করি আমার শ্রোতাদের গানটি ভালো লাগবে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …