মোঃ রবিউল হোসাইন রাজুঃ-
ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হয়ে, দেশের নানান হসপিটালে চিকিৎসা নিয়েও কোন ফল না পেয়ে, এবার উন্নত চিকিৎসার জন্য ভারত গেলেন সিএন নিউজ২৪.কমের উপদেষ্টা ও সমাজ সেবক, সুহৃদ কলেজের সহকারী শিক্ষক মাষ্টার বাবুল ইসলাম মজুমদার।
গত ২৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বেসরকারি একটি ফ্লাইটে ভারতের চেন্নাই পৌছান তিনি। হাঁটতে অসুবিধা হাওয়ায় চিকিৎসকদের পরামর্শে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হচ্ছে তাকে।
গতকাল রাতে মোবাইল ফোনের মাধ্যমে কথা হয় আমার সাথে। জানতে চাইলাম বর্তমান শারীরিক অবস্থার খোজ খবর, তিনি বলেন হসপিটালে এখনো ভর্তি নেননি, তবে হসপিটালে ডাক্তার দেখানো হচ্ছে প্রতিনিয়ত। বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করছেন চিকিৎসকরা। পায়ে কিছুটা ব্যাথা রয়েছে, চিকিৎসকদের রিপোর্ট হাতে পাওয়ার পর বলা যাবে উন্নতি বা অবনতির কথা এমনটাই তিনি।
এছাড়াও তিনি পাড়া প্রতিবেশি সহ দেশের সকলের নিকট তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ওনার দেখাশোনার দায়িত্বে
তাঁর সাথে চেন্নাইয়ে আছেন ওনার ভাগিনা ও সিএন নিউজের বাহরাইন প্রতিনিধি মোঃ ফয়সাল ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: Labubu resale
Pingback: สินค้ากิฟฟารีน
Pingback: ข่าวโลจิสติกส์
Pingback: ole777
Pingback: mawinbet