প্রচ্ছদ / প্রচ্ছদ / উন্মেষ সাহিত্য সাময়িকী’র “অমর একুশে”র মোড়ক উন্মোচন

উন্মেষ সাহিত্য সাময়িকী’র “অমর একুশে”র মোড়ক উন্মোচন

সাজেদুর আবেদিন শান্ত সম্পাদিত উন্মেষ সাহিত্য সাময়িকী’র বিশেষ সংখ্যা “অমর একুশে”র মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ মঙ্গলবার বগুড়ার সোনাতলা প্রেসক্লাবে উন্মেষ সাহিত্য সাময়িকীর অমর একুশের সংখ্যা মোড়ক উন্মোচন করলে সোনাতলা পৌরসভার পৌর কাউন্সিলর ও সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব নিপুন আনোয়ার কাজল, উন্মেষ সাহিত্য সাময়িকীর উপদেষ্টা ও বাঙ্গালী বার্তার সম্পাদক জনাব ইকবাল কবির লেমন, দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি বদিউজ্জামান মুকুল, সোনাতলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, আলোর প্রদীপ এর সাবেক চেয়ারম্যান এম এম মেহেরুল ও পরিবেশ উন্নয়ন পরিবারের সভাপতি ইমরান এইচ মন্ডল ও লেখক হুজাইফা হুসাইন এছাড়াও উপস্থিত ছিলেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সম্পাদক সাজেদুর আবেদিন শান্ত।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৪ মন্তব্য

  1. Pingback: sa789

  2. Pingback: uofdiyala

  3. Pingback: รับจำนำรถ

  4. Pingback: Ulthera ราคา