এম এইচ কবীর, নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের শাখা কর্মকর্তা মোঃ মোক্তার হোসেনকে উৎকোচ গ্রহণের অভিযোগে শাখা কর্মকর্তা পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নেয়ামুল কবির মাস্টার্সের নম্বরপত্র উত্তোলন করতে গেলে তার কাছ থেকে মোক্তার হোসেন উৎকোচ গ্রহণ করে।
এ বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মোক্তার হোসেনকে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩ (ডি) ধারার অপরাধ সঅংঘটনের জন্য শাখা কর্মকর্তা পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন পেশ করার জন্য ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাঃ মেহের আলীকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী।
কমিটিতে সদস্য হিসেবে আছেন প্রক্টর ও সদস্য সচিব হিসেবে আছেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার (স্টোর) মোঃ আহসানুল হক।
তদন্ত কমিটিকে আগামী সাত (৭) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
