মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রোববার বিকেলে আকষ্মিকভাবে ভূপাতিত হয় উড়োজাহাজের জ্বালানি ট্যাংক। উপজেলার পাইলট ইউনিয়নের বটতলা নামক স্থানে বিকেল ৪ টায় এই ঘটনা ঘটে। সাময়িক আতঙ্ক ছড়ালেও ঘটনাস্থলে ভিড় ছিল উৎসুক জনতার। বিষয়টি জানাজানি হলে স্বচক্ষে দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ওসি (তদন্ত) ফায়জুর রহমান বলেন, বটতলা এলাকার মসজিদের পাশে বিমান থেকে একটি তেলের ট্যাংক পড়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পাওয়া গেছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে বিষয়টি বিমান বাহিনীকে অবহিত করা হয়েছে। তারা আসার পরই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৯ মন্তব্য
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: situs toto
Pingback: Aviator
Pingback: ระบบ CRM
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: แทงมวยเว็บไหนดี วิธีเลือกให้โดนใจ
Pingback: Best Tailor in Bangkok
Pingback: Executive Search
Pingback: ddiyala