প্রচ্ছদ / প্রচ্ছদ / ঊষার আলো ক্যারিয়ার ক্লাবের সভাপতি মুকরিম, সম্পাদক কাদের

ঊষার আলো ক্যারিয়ার ক্লাবের সভাপতি মুকরিম, সম্পাদক কাদের

নড়াইল সংবাদদাতা:-

নড়াইলের জনপ্রিয় সামাজিক সংগঠন ঊষার আলো সমাজকল্যাণ সংঘ কর্তৃক পরিচালিত মেধাবী শিক্ষার্থীদের সংগঠন ঊষার আলো ক্যারিয়ার ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ আতাউল্লাহ মুকরিমকে সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যবিশিষ্ট সংক্ষিপ্ত কমিটি গঠন করা হয়েছে। একইসাথে আগামী একমাসের ভেতর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।

সংগঠনটির সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত নয়টায় ঊষার আলোর সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাফায়াত হুসাইন স্বাক্ষরিত প্যাডে দুইবছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেয়া হয়।

আরও জানা যায়, ঊষার আলো ক্যারিয়ার ক্লাব বিগত কয়েকবছর ধরে নড়াইলে শিক্ষামূলক নানা কর্মসূচি পালন করে আসছে৷ তারমধ্যে রয়েছে কুইজ প্রতিযোগিতা, শিক্ষার্থীদের নিয়ে মোটিভেশনাল প্রোগ্রাম, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদান ইত্যাদি।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …