কবি: সাব্বির আহমেদ সোহাগ
ফাগুন এসেছে ধরায় নিয়ে ঋতুরাজ,
বসন্তের আগমনে দেখ কতো সাজ।
প্রকৃতি সেজেছে আজ অনন্য রুপে;
শীতের রিক্ততা হারিয়েছে বিদায় কূপে।
রমণীরা সেজেছে আজ পুষ্পসাজে,
গায়েতে বাসন্তী শাড়ি আর পায়েল বাজে।
ফুটেছে গাছে গাছে পলাশ শিমুল;
সবুজ শাখায় দেখ আমের মুকুল।
প্রকৃতি একেঁছে আজ সাত রঙের তুলি,
তাইতো দখিন দুয়ার দিয়েছি খুলি।
বসন্ত সমির আজ লেগেছে মোর প্রাণে;
হৃদয়ের আকুতি সব বসন্ত গানে।
সুরে সুরে ডাকি তোমায় হে ঋতুরাজ!
মোর আঙ্গিনায় এসো তুমি ফেলে সব কাজ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
