
সিএন নিউজ ডেস্কঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পৌর এলাকার ধাতিশ্বর গ্রামের বজলুর রহমান। মানসিক প্রতিবন্ধী এই মানুষটার দিন কাটে ভিক্ষাবৃত্তি করেই। সারাদিন বাহিরে বাহিরেই তার দিন কাটে। বেলাশেষে রাতে যখন ঘুমাতে যান তখনও শান্তি নেই তার। সিমেন্টের চালের ঘরে বৃষ্টি পড়ার কারণে তার ঘুমানোটাই কষ্টকর। সরকারের গৃহহীন প্রকল্পের কথা শুনে আশায় বুক বেঁধে ছিলো মানুষটি। এই বুঝি তার মাথা গুজার একটু ঠাঁই হবে।
কিন্তু না! তা আর হলো না। প্রশাসনের অনেকের কাছে কান্নাকাটি করার পরও কোন কাজ হয়নি তার। এমতাবস্থায় অসহায় বজলু সাহায্য চেয়েছেন সমাজের বিত্তবানদের কাছে। মানবিক দিক বিবেচনা করে তার জন্য একটা থাকার মত ঘর তৈরি করার জন্য প্রশাসনের সাহায্য চেয়েছেন বজলু।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে