প্রচ্ছদ / প্রচ্ছদ / এক সন্তানের জননী : পরকীয়া প্রেমিকসহ আটক

এক সন্তানের জননী : পরকীয়া প্রেমিকসহ আটক

 মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে পরকীয়ার অভিযোগে এক কন্যা সন্তানের জননীকে পরকীয়া প্রেমিকসহ আটক করেছে পুলিশ। জানা যায়, শনিবার সকাল ৮টায়, জাতীয় হেল্পলাইন ৯৯৯ নম্বরে পরকীয়া প্রেমের তথ্য পেয়ে ফুলপুর থানা পুলিশ উপজেলার গোদারিয়া গ্রামে অভিযান চালায়। ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজীর নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার মেহেদি হাসান সুমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, আটককৃত আনোয়ার (৩০) ত্রিশাল উপজেলার আমিয়ান ডাঙ্গুরি গ্রামের মৃত নসর উদ্দিনের ছেলে। তিনি গোদারিয়া গ্রামে তার শ্বশুড়বাড়িতে বসবাস করতেন। আর প্রিয়াঙ্কা সরকার (২৭) কিশোরগঞ্জের বিন্নাটী গ্রামের ফনিন্দ্র সরকারের মেয়ে ও সিঙ্গাপুর প্রবাসী পলব ভৌমিকের স্ত্রী। প্রিয়াঙ্কাও আনোয়ারের শ্বশুড়ের বাসায় ভাড়ায় থাকতেন। গত কয়েকমাস যাবৎ তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছিল। শনিবার সকালে জাতীয় হেল্পলাইন ৯৯৯ নাম্বারে অভিযোগের সূত্র ধরে পুলিশ তাদের হাতেনাতে আটক করে। ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদি হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৮ মন্তব্য