সিএন নিউজ২৪.কমঃ-
লাকসাম-নাঙ্গলকোট জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকাস্থ নাঙ্গলকোট থানা ছাত্র কল্যাণ সংসদের আজীবন প্রধান পৃষ্ঠপোষক, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি,সিনিয়র আয়কর আইনজীবী,
এডভোকেট আব্দুল গফুর মজুমদার (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। গত বৃহষ্পতিবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র সন্তান, নাতী-নাতনী, আত্মীয় স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শোক ও সমবেদনা
———————
ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, ঢাকাস্থ নাঙ্গলকোট থানা ছাত্র কল্যাণ সংসদের প্রধান পৃষ্ঠপোষক এডভোকেট আব্দুল গফুর মজুমদারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকাস্থ নাঙ্গলকোট থানা ছাত্র কল্যাণ সংসদের সাবেক নেতৃবন্দ আব্দুল মোমিন মোল্লা, অধ্যক্ষ নুরুর রহমান, অধ্যাপক ওয়ালী উল্যাহ, অধ্যক্ষ হারুন অর রশীদ মজুমদার , অধ্যাপক মীর হোসেন ভূঁইয়া মিলন, ফরিদ আহমেদ মজুমদার , ভূঁইয়া মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুল মমিন সবুজ, মোর্শেদ আলম, অধ্যাপক জাহাঙ্গীর আলম মজুমদার, শামসুদ্দিন আহমেদ স্বপন, অধ্যাপক শহীদ উল্যাহ, হারুন অর রশীদ মজুমদার , ফয়েজ উল্যাহ মজুমদার , শামসুদ্দিন দিদার, জহিরুল হক মিন্টু, অধ্যাপক মো: জসিম উদ্দিন, মশিউর রহমান শিপন, শোয়েব খন্দকার, তারেকুল ইসলাম মহিন, জাফর সাদেক, মনিরুল ইসলাম, এডভোকেট মোশাররফ হোসেন, শহীদ উল্যাহ, মো: এনায়েত উল্যাহ খান শিশির, মো: রবিউল হোসেন, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম, শেখ জয়নাল আবেদীন রাসেল, ইমন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।প্রয়াত এডভোকেট আব্দুল গফুর মজুমদারের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানিয়ে নাথাছাস নেতৃবৃন্দ বলেন, জীবদ্দশায় আব্দুল গফুর মজুমদার ছিলেন একজন নিরেট ভালো মানুষ। পরোপকারই ছিলো তাঁর ব্রত। ব্যক্তি জীবনে সদা হাস্যোজ্জ্বল আর নিরহঙ্কার এই মানুষটি সারা জীবন জন কল্যাণে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
সর্বক্ষেত্রে গফুর মজুমদারের অনন্য অবদানের কথা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, এডভোকেট আব্দুল গফুর মজুমদারের মৃত্যুতে নাঙ্গলকোট বাসী হারালো এক বলিষ্ঠ মানবতাবাদী সিংহ পুরুষকে। যাঁর শূন্যতা কখনোই পূরণ হবার নয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে