প্রচ্ছদ / প্রচ্ছদ / এতিম তানিয়ার উচ্চশিক্ষার দায়িত্ব নিলো আলোর প্রদীপ ও HELP প্রোগ্রাম

এতিম তানিয়ার উচ্চশিক্ষার দায়িত্ব নিলো আলোর প্রদীপ ও HELP প্রোগ্রাম

সাজেদুর আবেদীন শান্তঃ

“বাহার উদ্দিন দরিদ্র শিক্ষার্থী শিক্ষা সহায়তা প্রকল্প” এবং HELP( High Encouragement of Low Performer) প্রোগ্রামের আওতায় দরিদ্র শিক্ষার্থীদের ধারাবাহিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বগুড়া জেলার সোনাতলা উপজেলার কাবিলপুর গ্রামের অনাথ শিক্ষার্থী মোছাঃ তানিয়া আক্তারের মাস্টার্স পর্যন্ত পড়াশুনার দায়িত্ব গ্রহন করলো সামাজিক সংগঠন আলোর প্রদীপ।

অদ্যই সকালে তানিয়ার বর্তমান স্বীকৃত অভিভাভকের সাথে আলোর প্রদীপ সংগঠনের এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় উপস্থিত ছিলেন আলোর প্রদীপ সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুল হামিদ ঠান্ডা, HELP প্রোগ্রাম এর সমন্বয়ক রাশেদুজ্জামান রন,আলোর প্রদীপ সংগঠনের সাবেক চেয়ারম্যান এম এম মেহেরুল,উপ-চেয়ারম্যান আশরাফুল ইসলাম,কোষাধ্যক্ষ মেহেদী হাসান সহ তানিয়ার বর্তমান অভিভাবক।

তানিয়া আক্তার ইতিপূর্ব প্রথম শ্রেণী হতে আলোর প্রদীপ সংগঠনের সহায়তা পেয়ে বর্তমানে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে। সে বড় হয়ে ডাক্তার হতে চায়। তানিয়ার বয়স যখন ৬ বছর তখনই তার বাবা রেল দূর্ঘটনায় নিহত ও মায়ের অনত্র বিয়ে হওয়ায় বর্তমানে অসহায় দাদীর তত্ত্বাবধানে প্রতিপালিত হচ্ছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৪ মন্তব্য

  1. Pingback: click this site

  2. Pingback: รับงานเอง

  3. Pingback: sa789

  4. Pingback: click reference