সিএন নিউজ অনলাইন ডেস্ক
হাসপাতালের বেডে শুয়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
অসুস্থ হওয়ার আগে বেশ কিছু নতুন গানের কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর। সেখান থেকে এবার প্রকাশ হচ্ছে নতুন একটি গান।
শিরোনাম– ‘কাছে তুমি আছো বলে তাই’। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটির সুর ও সংগীত করেছেন তমাল চক্রবর্তী। গানটিতে এন্ড্রু কিশোরের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সুমাইয়া।
এদিকে বর্তমানে ক্যান্সারে আক্রান্ত এন্ড্রু কিশোরের চতুর্থ সাইকেলের কেমোথেরাপি চলছে। ইতিমধ্যে তার তিনটি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। জানা গেছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: bookofra
Pingback: Buy Villa Phuket
Pingback: recommended you read
Pingback: ยิง sms
Pingback: pellets for sale
Pingback: เน็ตบ้าน ais
Pingback: Bassetti Granfoulard Sale Onlineshop
Pingback: หา Influencer