সিএন নিউজ ডেস্ক:
দরজায় কড়া নাড়ছে একুশে বইমেলা ২০২০। আবারো লেখক পাঠকের আগমনে ভরে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান। ঘটবে নতুন নতুন বইয়ের আত্মপ্রকাশ। চোখ জুড়াবে নতুন বইয়ের প্রচ্ছদ এবং মন মাতাবে নতুন বইয়ের ঘ্রাণ। আর এবারের একুশে বইমেলায় প্রকাশ হবে কবি ও লেখক সাদ্দাম মোহাম্মদ’র গল্পগ্রন্থ ‘ধারণ’। বেশ কয়েকটি গল্প স্থান পাবে বইটিতে। গল্পগ্রন্থ ‘ধারণ’ এবং এর লেখক সাদ্দাম মোহাম্মদ সম্পর্কে উন্মেষ সাহিত্য সাময়িকী’র সম্পাদক এবং তথ্য ও যোগাযোগ প্রতিদিন এর প্রকাশক সাজেদুর আবেদিন শান্ত বলেন “মানবসভ্যতার ব্যাপ্তি ঘটাতে বইয়ের কাছে আমাদের অনেক যুগের ঋণ। সাহিত্যাঙ্গনে সাদ্দাম মোহাম্মদ এক পরিচিত মুখ। তার লেখা গল্পগ্রন্থ ‘ধারণ’ পাঠকের হৃদয়ে স্থান করে নিবে বলে আমার বিশ্বাস।” তিনি বইটির সাফল্য কামনা করেন এবং লেখকের উদ্দেশ্যে সাহিত্যকে প্রাণে প্রাণে পৌঁছে দিতে কলম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: Cbd flowers uk
Pingback: LAZYWIN888 ฝากถอนโอนไว
Pingback: dewajudi88
Pingback: read the article