স্পোর্টস অনলাইন ডেস্কঃ-
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপও টাইগাররা জিতবে এমন প্রত্যাশাই করছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান।
ইংল্যান্ড বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়া তিনি বলেন, বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও বাংলাদেশ।
আতহার আলী খান বলেন, ‘তবে বাংলাদেশ ও ভারত বিশ্বকাপের ফাইনালে খেলবে। আমার বিশ্বাস, আল্লাহর রহমতে এবারের শিরোপা জিতবে বাংলাদেশ।’
বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার বলেন, একটা কথা আছে না, দেয়ার অলওয়েজ দ্য ফাস্ট টাইম। আর ফাস্ট টাইমতো ফাস্ট টাইমই। এতদিন আমরা শিরোপা জয় পাইনি, তাতে কি হয়েছে, এবারতো পেলাম।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৩ মন্তব্য
Pingback: Aster Dex Trading
Pingback: ถมดินสมุทรสงคราม
Pingback: ขอ ฆอ