মো: হাসিবুর রহমানঃ
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার পার-ছাতড়া গ্রামে একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ ঘটনার পর লোহাগড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পার-ছাতড়া, ছাতড়া, নারানদিয়া ও জয়পুর (পূর্বপাড়া) গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার শরীফ সাহাবুর রহমান জানান, পার-ছাতড়া গ্রামের সৈয়দ আশরাফ আলীর ছেলে সৈয়দ সুজন ঢাকার নারায়নগঞ্জ এলাকায় একটি ওষুধ ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। ঢাকায় থাকাকালীন সময়ে তিনি জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা থেকে নিজ বাড়ি পার-ছাতড়ায় চলে আসেন। তার আগমণের বিষয়টি এলাকাবাসী প্রশাসনকে অবহিত করলে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেন। ওই দিনই স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে পাঠানো হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার (১৩ এপ্রিল) বিকালে তার নমুনা পজেটিভ বলে নড়াইল সিভিল সার্জনকে জানান। সিভিল সার্জন বিষয়টি লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারকে বিষয়টি অবহিত করে ওই রোগীকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেয়ার নির্দেশ দেন। বর্তমানে তিনি স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে নিজ বাড়ি পার-ছাতড়ায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, লোহাগড়ায় প্রথম করোনী রোগী সনাক্ত হওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই মাইকিং করে পার-ছাতড়া, ছাতড়া, নারানদিয়া ও জয়পুর (পূর্বপাড়া) কে লকডাউন ঘোষণা করা হয়। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: 1xslots argentina
Pingback: Buy Villa Phuket
Pingback: hookups local
Pingback: หวยต่างประเทศ อย่าง ตรวจ หวย ลาว
Pingback: THSMM
Pingback: HILO789