প্রচ্ছদ / প্রচ্ছদ / এভাবেই মানুষের পাশে দাঁড়াচ্ছেন পুলিশ!

এভাবেই মানুষের পাশে দাঁড়াচ্ছেন পুলিশ!

 

সিএন নিউজ২৪.কম,অনলাইন ডেস্কঃ

রাত তখন ১১ টা। নওগাঁর নওহাটা মোড় বাসস্যান্ড এলাকা। মাথা, হাত-পায়ে জখম নিয়ে এলেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। ক্ষতস্থানগুলো থেকে রক্ত ঝড়ছে। বয়সটা আনুমানিক ৩৫ হবে। গায়ে নোংরা-ছিন্ন পোশাক। ঠিকমতো কিছু বলতে পারছেন না। তাকে ঘিরে অল্প সময়ের মধ্যেই এক জটলা হয়ে গেল। দেখে সবাই অনুমান করছেন, হয়তোবা কোনো দুর্ঘটনায় আহত হয়েছেন। কিন্তু কেউ এগিয়ে এলেন না।

ওইসময় মহাদেবপুর থানাধীন নওহাটা পুলিশ ফাঁড়ির একটি টহল গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল। মানুষের জটলা দেখে পুলিশের গাড়িটি থামলো। এরপর অসুস্থ ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সাহায্যে এগিয়ে এলো পুলিশ। পুলিশের গাড়িতে থাকা প্রাথমিক চিকিৎসা বক্সে থাকা সরঞ্জাম দিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেয় পুলিশ। ক্ষতস্থান থেকে রক্ত ঝরা থামাতে করা হয় ব্যান্ডেজ। এরপর পুলিশের উদ্যোগে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এভাবেই মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশ পুলিশ।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …