সিএন নিউজ অনলাইন ডেস্ক
ছাত্রসমাজের অধিকার রক্ষা ও দেশের কল্যাণে যে কোনো আন্দোলনে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে সব ধারার শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডাকসু ভিপিকে বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের নেতারা দেখতে এলে তাদের এসব কথা বলেন নুর।
সোমবার বিকালে বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সদস্য সচিব হাফেজ মাওলানা জামিল সিদ্দিকীর নেতৃত্বে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আহত ভিপি নুরকে দেখতে যান। ডাকসুর ভিপি কার্যালয়ে হামলার নিন্দা জানিয়ে নুরসহ আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তারা।
কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে ভিপি নুর বলেন, যতই সীমাবদ্ধতা থাকুক আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করুন। আপনারা আমাদের পাশে থাকলে সব শ্রেণী-পেশার লোকদের নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে আরও জোরালো ভূমিকা রাখতে পারবো।
এ সময় বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের যুগ্ম-আহ্বায়ক মুফতি কাজী মাহবুব,মুফতি মোহসীন চৌধুরী, মাওলানা সাঈদ আহমাদ ছাড়াও কমিটির অন্যতম সদস্য মাওলানা সাজিদুর রহমান, মাওলানা নূরুল হুদা, মাওলানা আব্দুল্লাহ ও মাওলানা সালমান সাদিক উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: เน็ตบ้าน ais
Pingback: av
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: view publisher site
Pingback: สล็อตเกาหลี