নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে মাদক, ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে পাঁচশত শিক্ষার্থী।বৃহস্পতিবার সকাল ১০ টায় কক্সবাজার শহরের কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ, দুর্নীতি ও নকল প্রতিরোধ সভা এবং তার প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করে ৫ শতাধিক শিক্ষার্থী শপথ নিয়েছে।
মাদক ও ধর্ষণকে লাল কার্ড দেখাতে কুমিল্লা থেকে আগত নৈয়াইর সায়েন্স স্কুল অ্যান্ড কলেজের ১১০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মোল্লা, বিদ্যালয় প্রধান শিক্ষক মফিজুর রহমান, নৈয়াইর সায়েন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার, ফুটবলার খোরশেদ আলম, লাল সবুজ কক্সবাজার জেলা শাখার সদস্য ফরহাদ, ফাহিম, সাগর, আজিম, অনন্য, অঙ্কিত, শামীম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক, ধর্ষণ ও দুর্নীতি এখন সামাজিক ব্যাধি। মাদক, একটা পরিবার, সমাজ এবং দেশকে শেষ করে দেয়। তরুণেরা এর শিকার সবচেয়ে বেশি। সবাইকে সচেতন হয়ে, মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ, দুর্নীতি ও নকল প্রতিরোধে অবস্থান নিতে হবে।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: Go X Hawaii
Pingback: cigar shop laval
Pingback: VG98
Pingback: Book of Ra