কামাল সিকদার
কক্সবাজার প্রতিনিধিঃ
দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পরে গত সোমবার (১৭ আগস্ট) সীমিত পরিসরে খুলে দেয়া কক্সবাজার এর সব দর্শনীয় স্হান এবং সমুদ্র সৈকতের সবকিছু। পর্যটকরাও আসতে শুরু করেছেন। কিন্তু করোনাভাইরাসের কারণে জেলা প্রশাসন থেকে মাস্ক পরে সৈকতে নামার নির্দেশনা রয়েছে। অনেক পর্যটক তা মানছে না। এতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) ইমরান জাহিদ খান বলেন, স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজন পর্যটককে জরিমানা করা হয়েছে। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সব ব্যবসায়ীদের বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অমান্য করলে সেবা নিশ্চিত না করতে। একই সাথে সকল ব্যবসায়ীদেরকেও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়া হয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: new88
Pingback: พรีออเดอร์จีน
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: Go X Apollo
Pingback: แทงหวย24
Pingback: เน็ต บ้าน ais
Pingback: ติดฟิล์มบ้าน
Pingback: Magiska Svampar till salu i Sverige