প্রচ্ছদ / ধর্ম / কবিতা! এলো রে এলো পবিত্র শবেবরাত

কবিতা! এলো রে এলো পবিত্র শবেবরাত

রবিউল হোসাইন রাজু…….🖊

এলো রে এলো শবেবরাত
ভাগ্য রজনীর রাত।
নফল নামাজ
কুরআন তেলোয়াত
করবো যে সারারাত,
এলো রে এলো পবিত্র শবে-বরাত।

দুই হাত তুলে প্রভূর কাছে করবো মোনাজাত, চাইবো ক্ষমা যত গুনাহ করেছি দিন রাত।
বরকতের রাত, রিজিকের রাত, গুনাহ মাফ চাওয়ার রাত, হাজার রাতের শ্রেষ্ঠ রাত এলো রে এলো শবেবরাত।

পড়বো নামাজ, পড়বো কুরআন, থাকবো রোজা দিনে, রাত্রী যখন গভীর হবে কাঁদবো দু-চোখ ভরে।

তাসবীহ হাতে জায়নামাজে জিকির করবো মনে প্রাণে, যত কিছু বলার আছে বলবো সবাই প্রভূর কাছে।

রব যে মোদের সবার প্রিয়,
তিনি হলেন অদ্বিতীয়।

এছাড়াও চেক করুন

মিউজিক ভিডিও দিয়ে নিজেকে আত্মপ্রকাশ করছেন রাফসান

রাফসান জামিল রিফাত নাম লিখিয়েছেন মডেল ও অভিনেতা হিসেবে ইতিমধ্যে বেশ কয়েকটি ব্রান্ড এ ফটোশুটে …