ওরে ও করোনা, তাড়াতাড়ি ঝরোনা
মানুষকে কেমন বিপদে ফেলছ নিজেও তো জাননা।
ছয় মাস কেটে গেলো তবুও তো থামনা।
ওরে ও করোনা, কেনো তুমি বোঝনা?
ভালো মন্দ খোঁজনা।
কদম ফুলের রুপ ধরে তুমি আর ক্ষতি করোনা।
মাস্ক ছাড়া যাইনা বাড়ির বাইরে যাওয়া
মাস্ক ছাড়া গেলে আবার করোনাই করে ধাওয়া
সাবান দিয়ে হাত না ধুয়ে খাবার যদি খাই
করোনাই তখন করবে ধাওয়া,
আল্লাহ ছাড়া ঠেকানোর তো কেউ নাই।
করোনার হাত থেকে যদি বাঁচতে চাই
এসো মোরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে