প্রচ্ছদ / প্রচ্ছদ / কবিতা ‘প্রকাশ করা যায় না’ আল্ আমিন শাহেদ

কবিতা ‘প্রকাশ করা যায় না’ আল্ আমিন শাহেদ

সিএন নিউজ২৪.কম ।

প্রকাশ করা যায় না
—-আল্ আমিন শাহেদ

কিছু ভয় থাকে
কিছু অনুভূতি থাকে
কিছু স্মৃতি থাকে
যা প্রকাশ করা যায় না।।

কিছু আনন্দ থাকে
কিছু ব্যাথা থাকে
যা প্রকাশ করা যায় না।।

কিছু চাওয়া থাকে
কিছু পাওয়া থাকে
যা প্রকাশ করা যায় না।।

যা অপ্রকাশিত থেকে যায়!
তা জীবনরে এমন একটা অধ্যায়
উপকার ত দুরের ভাবনা–
সমাজ নামের বন্ধ সন্চালন করে কলংকিত।।

কিছু ভয়, মানহীন চলা
যা প্রকাশ পেয়েও পায় না
যা প্রকাশ করা যায় না।।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৪ মন্তব্য