সিএন নিউজ২৪.কম ।
প্রকাশ করা যায় না
—-আল্ আমিন শাহেদ
কিছু ভয় থাকে
কিছু অনুভূতি থাকে
কিছু স্মৃতি থাকে
যা প্রকাশ করা যায় না।।
কিছু আনন্দ থাকে
কিছু ব্যাথা থাকে
যা প্রকাশ করা যায় না।।
কিছু চাওয়া থাকে
কিছু পাওয়া থাকে
যা প্রকাশ করা যায় না।।
যা অপ্রকাশিত থেকে যায়!
তা জীবনরে এমন একটা অধ্যায়
উপকার ত দুরের ভাবনা–
সমাজ নামের বন্ধ সন্চালন করে কলংকিত।।
কিছু ভয়, মানহীন চলা
যা প্রকাশ পেয়েও পায় না
যা প্রকাশ করা যায় না।।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: เน็ต บ้าน ais
Pingback: av
Pingback: essentials
Pingback: พิสตาชิโอ เพสท์